বুধবার , ২৪ আগস্ট ২০১৬ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গত মৌসুমটি ক্যারিয়ারের সেরা ছিল: রোনালদো

Paris
আগস্ট ২৪, ২০১৬ ১১:২৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

রিয়াল মাদ্রিদের জার্সিতে গতবার লিগ শিরোপাসহ বেশ কিছু শিরোপা হাতছাড়া করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়নস লিগে ঠিকই শিরোপা তুলে নিয়েছে তার দল। তবে ক্লাবের চেয়ে দেশের জার্সিতেই গতবার সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন রোনালদো।

পর্তুগাল ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা সময়টা এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর হাত ধরেই। মর্যাদার ইউরো আসরে অন্যসব বাঘা বাঘা প্রতিপক্ষকে পেছনে ফেলে  নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরো ট্রফি জিতে নেয় পর্তুগাল।

জাতীয় দলকে শিরোপা এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনালদোর। তাই এই মৌসুমটিকেই নিজের ক্যারিয়ারের সেরা সময় বলে দাবি করেন তিনি।

উয়েফার অফিসিয়াল গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে রোনালদো বলেন, ‘গতবার আমি ক্যারিয়ারের অন্যতম সেরা একটি মৌসুম কাটিয়েছি। ট্রফির বিচারে বলা যায় সবচেয়ে সেরা মৌসুম। ক্লাবের হয়ে শুরুর দিকে আমরা বেশ ভুগেছি। তবে কোচ জিনেদিন জিদানের অধীনে আবারও পুনরুজ্জীবিত হতে পেরেছিলাম।’

ইউরোতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য উয়েফা বেস্ট প্লেয়ারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন রোনালদো। তার সঙ্গে তালিকায় থাকা অপর দুই তারকা হচ্ছেন গ্যারেথ বেল ও ফ্রান্সের আঁতোয়ান গ্রিজমান।

সংক্ষিপ্ত তালিকায় থাকা নিয়ে রোনালদো বলেন,‘এই পুরস্কারের জন্য বেল এবং গ্রিজমানের সঙ্গে প্রতিযোগিতায় থাকতে পারাটা আমার জন্য দারুণ সুযোগ। প্রতি বছর চূড়ান্ত তিন তালিকায় থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এই পুরস্কার জেতা আমার জন্য বড় অর্জন হবে। যদিও পর্তুগাল এবং রিয়াল মাদ্রিদের হয়ে আমি দলীয় শিরোপা জিততে পছন্দ করি।’

 

 

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - খেলা