খুলনা সিটি ভোট: মোটরযানে সাড়ে ৩০ লাখ টাকা জরিমানা আদায়

সিল্কসিটি নিউজ ডেস্ক :
সোমবার (২৮ মে) একজন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সড়ক পরিবহন আইন -২০১৮ অনুযায়ী গত ১ মে থেকে ২৮ মে পর্যন্ত এ জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, মোট ১১২টি চেকপোস্টের মাধ্যমে ২ হাজার ৪৪১টি মামলা হয়। এ সময় ৭২৬ গাড়ি আটকও করে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

দুই হাজার ৪৪১টি মামলা থেকে জরিমানা আদায় করা হয় ২৭ লাখ ৬৮ হাজার ৫৫০ টাকা। আটক থেকে জরিমানা আদায় করা হয় ২ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে পুলিশ ৩০ লাখ ৬৫ হাজার ৫০ টাকা আদায় করে।

এই নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক, লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল ও গোলাপ ফুল প্রতীক নিয়ে জাকের পার্টির এস এম সাব্বির হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া ৩১টি ওয়ার্ডের ১৩৬ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৩৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটের মাঠে।

আগামী ১২ জুন এই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে প্রতীক নিয়ে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা।