খুলনাকে বড় রানের টার্গেট দিল চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।  ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্সের বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান করেছে  চট্টগ্রাম।

আর এর মাধ্যমে এবারের বিপিএলে সর্বোচ্চ রানের দেখা পেয়েছে দর্শকরা।

এবারের আসরে এর আগে দলীয় সর্বোচ্চ রান করার কীর্তিটি ছিল মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সের দখলে।  তারা গত শুক্রবার ঢাকা প্লাটুনের বিপক্ষে ১৮৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১৮৬ রান করে ম্যাচ জিতে নেয়।

আজ খুলনার বিপক্ষে সর্বোচ্চ রান করল মেহেদি হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।  এখন খুলনা যদি চট্টগ্রামের দেয়া লক্ষ্যমাত্রা পার করে ফেলতে পারে তাহলে এক ম্যাচেই আবার নতুন করে সর্বোচ্চ রানের রেকর্ড হবে।

এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খুলনার বিপক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন বেনি হাওয়েল।  তিনি ২০ বলে এ রান করেন।

দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান এসেছে সাব্বির রহমানের ব্যাট থেকে।  তিনি ৩৩ বল খেলে ৩২ রান করেন।  বল হাতে খুলনার হয়ে সবচেয়ে উজ্জল ছিলেন কামরুল ইসলাম রাব্বি।  তিনি ৩৫ রান খরচায় দুইটি উইকেট পান।

 

সূত্রঃ যুগান্তর