খালি স্টেডিয়ামে ক্রিকেট খেলা আর কনে ছাড়া বিয়ে একই কথা : শোয়েব

প্রাণঘাতী করোনাভাইরাসের ধাক্কা সামলে ফের মাঠে ফিরতে শুরু করেছে বিভিন্ন ক্রীড়া আসর। করোনা ঝুঁকির কথা চিন্তা করে ইউরোপের কয়েকটি দেশের ঘরোয়া ফুটবলের মতো ক্রিকেটেও দর্শকবিহীন ম্যাচের কথা ভাবা হচ্ছে। তবে দর্শকবিহীন মাঠে ম্যাচ আয়োজনের পক্ষে নন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তার মতে, দর্শকবিহীন মাঠে খেলা আর কনে ছাড়া বিয়ে একই কথা।

হেলো অ্যাপের লাইভে শোয়েব আখতার বলেন, ‘খালি স্টেডিয়ামে ক্রিকেট খেলা হয়তো ক্রিকেট বোর্ডগুলোর পক্ষে সম্ভব এবং আর্থিক কারণে জরুরি। কিন্তু আমি মনে করি না এটা বাজারজাত করা সম্ভব। খালি স্টেডিয়ামে ক্রিকেট খেলা আর কনে ছাড়া বিয়ে একই কথা। খেলার জন্য দর্শক জরুরি। আমি আশা করি এক বছরের মধ্যেই করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’

এর আগেও একই লাইভে ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেছিলেন এই ‘রাওয়ালপিন্ডি এক্সপেস’ । তিনি জানান, সেবার ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার সেঞ্চুরি না পাওয়ায় কষ্ট পেয়েছিলেন তিনি

তিনি আরো বলেন, ‘শচীন ৯৮ রানে আউট হয়ে যাওয়ায় কষ্ট পেয়েছিলাম। এটা স্পেশাল ইনিংস ছিল। তার অবশ্যই সেঞ্চুরি করা উচিত ছিল। আমি আশা করেছিলাম সে সেঞ্চুরি করবে। বাউন্সারটার ব্যাপারে বললে, ওটা ছক্কা হলেই খুশি হতাম, যেমনটা সে আগেও মেরেছে।’

ওই ম্যাচে ৭৫ বলে ৯৮ রান করেন শচীন। অন্যদিকে ১০ ওভার বল করে ৭২ রান খরচে কোনো উইকেটের দেখা পাননি শোয়েব।

 

সুত্রঃ কালের কণ্ঠ