শুক্রবার , ২৬ জুলাই ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

খালি পেটে ভুলেও এই খাবারগুলো খাবেন না

Paris
জুলাই ২৬, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ

লাইফস্টাইল ডেস্ক :
সকালে ঘুম থেকে ওঠে খিদে লাগা স্বাভাবিক। এসময় অনেকেই সামনে যা পান তাই খেয়ে নেন। কিন্তু খিদের জেরে যা খুশি খেয়ে নেওয়া মোটেও স্বাস্থ্যকর নয়। এমন অনেক খাবার আছে যা খালি পেটে খেলে সাময়িকভাবে পেট ভরে তবে এতে ক্ষতির আশঙ্কা রয়েছে।

» খালি পেটে ব্ল্যাক কফি বা দুধ দিয়ে মিশিয়ে কফি খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু এতে ভয়ঙ্কর সমস্যা হতে পারে। বাড়তে পারে অ্যাসিডের উৎপাদন। হতে পারে বদহজমের সমস্যাও।

» সকাল সকাল তেলেভাজা খেলে, দিনভর অস্বস্তি হতে পারে। পেট ভার থেকে খাবারে অনীহা আসতে পারে। প্রচুর তেল এবং ফ্যাটের জন্য হতে পারে বদহজম। আলসেমিও আসতে পারে।

» খালি পেটে লেবু জাতীয় ফল খেলে এসিডিটির আশঙ্কা বেড়ে যায়। হতে পারে হার্ট বার্নও। এমনকি আলসারের কারণও হতে পারে।

» স্বাস্থ্যকর ফল হিসেবেই পরিচিত কলা। এতে রয়েছে উচ্চ ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম। কিন্তু খালি পেটে খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয়।

» খালি পেটে টমেটো খাওয়া ভালো নয়। সালাদ, স্মুদি বা জুস হিসেবে খেলে সমস্যা হতে পারে। এটা খালি পেটের জন্য ক্ষতিকারক হতে পারে।

» সকাল সকাল ঝাল, তেল-মশলাযুক্ত খাবারে ক্ষতি হতে পারে পেটের। বদহজম তো বটেই হতে পারে হার্ট বার্নের মতো সমস্যাও।

সতর্কতা- উল্লেখিত তথ্যগুলো পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েট ফলো করার জন্য অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও নিয়ম মেনে চলুন।

সর্বশেষ - লাইফ স্টাইল