সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

খারাপ খেলে ট্রল হয়েও অনেকে তারকা হয়ে গেছে: তাইজুল

Paris
অক্টোবর ২১, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

তাইজুল ইসলামকে স্বল্পভাষী বলা যায়। অযথা আলোচনায় থাকার পাত্র নন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে কখনোই বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়ায়নি তার নাম। বাংলাদেশের সবচেয়ে ‘ক্লিন ইমেজের’ ক্রিকেটারদের মধ্যে তাইজুলের নামে শুরুর দিকেই থাকবে।

কোনো কোনো ক্রিকেটার আছেন, মাঠের পারফরম্যান্স যাচ্ছেতাই হলেও সংবাদমাধ্যমে বা সামাজিক মাধ্যমে কথার খই ফোটাতে থাকেন। তবে তাইজুল শুধু নিজের কোনো অর্জনের পরই সংবাদমাধ্যমে কথা বলেন। গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর মনের অনেক ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি।

এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে পাঁচ উইকেট তুলে নেওয়ার পর সংবাদ সম্মেলনে এসে ফের অকপটে কথা বললেন তাইজুল। এক প্রশ্নের জবাবে দেশের ক্রিকেটে ‘তারকাখ্যাতি’ নিয়ে অন্যরকম ব্যাখ্যা দিয়েছেন তাইজুল।

তিনি বলেছেন, ‘আমাদের দেশে অনেক কিছুই মুখে মুখে হয়। অনেক সময় দেখা যায়, খারাপ খেলে ট্রল হতে হতেই অনেকে তারকা হয়ে গেছে। আবার অনেকে ভালো খেলেও তারকা হতে পারেনি। আমি এটা মেনে নিয়েছি।’

ক্যারিয়ারের দীর্ঘ একটা সময় সাকিব আল হাসানের আড়ালেই ছিলেন তাইজুল। চুপচাপ নিজের কাজটা ঠিকঠাক করে গেলেও হয়ত প্রাপ্য কৃতিত্ব পেতেন না তাইজুল। সাকিবকে নিয়েই কোলাহল বেশি হতো। টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়ার পরও সাকিব ‘পিছু’ ছাড়ছেন না তাইজুলের। সোমবার (২১ অক্টোবর) তাই সংবাদ সম্মেলনে ফের সাকিবের প্রসঙ্গ এলে খানিকটা আক্ষেপ মেশানো স্বরেই তাইজুল বললেন, ‘সাকিব ভাই থাকলেও আমি সাকিব ভাইয়ের কারণে উইকেট পাই, সাকিব ভাই না থাকলেও সাকিব ভাইয়ের কারণে উইকেট পাই। বিষয়টা এ রকম। কিন্তু খেলি তো আমি।’

প্রসঙ্গত, মিরপুর টেস্টের প্রথম দিন বাংলাদেশের বিপক্ষে ৩৪ রানের লিড নিয়ে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাট করতে নেমে ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৬ উইকেটে ১৪০ রান তুলেছেন সফরকারীরা। ৪৯ রান খরচায় প্রোটিয়াদের ৫ উইকেট শিকার করেছেন তাইজুল।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা