খাগড়াছড়িতে বিরল প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত

খাগড়াছড়ির দীঘিনালায় বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ।

রোববার উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার মো. ইউসুফ মিয়ার বাড়ি থেকে বানরটি উদ্ধার করেন ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের মেরুং রেঞ্জ। পরে বানরটিকে ৩০নং বড় মেরুং মৌজার গহিন অরণ্যে অবমুক্ত করা হয়।

ফরেস্ট গার্ড ইশারত মোল্লা বলেন, রোববার বিকালে লজ্জাবতী একটি বানর উপজেলার কবাখালী এলাকার স্থানীয় লোকজন আটকে রাখার খবর পাওয়া যায়। এর পর রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমানের নেতৃত্বে বানরটি আমরা উদ্ধার করেছি। পরে তা অবমুক্ত করি।

মেরুং রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবিরের দিকনির্দেশনায় লজ্জাবতী বানরটি উদ্ধারের পর তা গহিন অরণ্যে অবমুক্ত করা হয়। এরা আমাদের দেশে বেশ বিপন্ন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু প্রমুখ।

 

সুত্রঃ যুগান্তর