খর্বশক্তির দলের সঙ্গে ড্র করে ভক্তদের ধৈর্য ধরতে বললেন জাভি

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ড্র দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। রবার্ট লেভানদোস্কি, ক্রিস্টেনসন, রাফিনিয়া, দেম্বেলেদের মতো তারকাদের নিয়ে একাদশ গঠন করেও রায়ো ভায়েকানোর মতো দলের বিপক্ষে একটি গোলও করতে পারেনি কাতালান ক্লাবটি। তবে বার্সা ভক্তদের ধৈর্য ধরতে বললেন কোচ জাভি হার্নান্দেজ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেন, ‘ভক্তদের হতাশাটা টের পাচ্ছি।

আসলে আমরা প্রত্যাশার জায়গাটা অনেক বেশি বড় করে ফেলেছি। ম্যাচের ফলাফলটা হতাশার, ভক্তদের ধৈর্য ধারণ করতে অনুরোধ জানাই। ম্যাচটি বিশ্লেষণ করতে হবে আমাদের। যে মডেলে এগোচ্ছি সেটা নিয়ে কাজ করে যেতে হবে। রায়ো খুব ভালো ডিফেন্স করেছে। ’

লা লিগার অভিষেক হওয়া লেভানদোস্কি প্রসঙ্গে জাভি বলেন, ‘সে দলের জন্য কাজ করছে, তাই আমি তার প্রতি সন্তুষ্ট। সে বলকে ভালোভাবে নিয়ন্ত্রণ করে, দলকে সহায়তা করে। তবে তা ঠিক যে, আমাদের আরো কার্যকর হতে হবে। আজ এটিই ছিল আমাদের মূল সমস্যা। এজন্য রবার্ট (লেভানদোস্কি) ও আমরা কিছুটা হতাশ। ’

উল্লেখ্য যে, এ ম্যাচেই বার্সার জার্সিতে অভিষেক হয়েছে লেভানদোস্কি, রাফিনিয়া, ফ্রাঙ্ক কেসি ও ক্রিস্টেনসনের। ম্যাচে ৬৮ ভাগ বলের দখল ছিল বার্সেলোনার পায়ে। প্রতিপক্ষের পোস্টে ২১টি শট নিয়ে মাত্র ছয়টি লক্ষ্যে রাখে জাভির দল। বার্সার পোস্টে মাত্র চারটি শট নেয় ভায়েকানো।

 

সুত্রঃ কালের কণ্ঠ