ক্রুসিয়ানিকে ৬ মাসের নিষেধাজ্ঞা

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

রেফারিকে আঘাত ও প্রাণনাশের হুমকি দেওয়ায় সাইফ স্পোর্টিংয়ের আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানিকে ৬ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। গত ২৬ জুলাই মুন্সীগঞ্জে উত্তর বারিধারার বিপক্ষে ম্যাচ চলাকালীন চতুর্থ রেফারিকে মাথা দিয়ে আঘাত করেন

ঐ ম্যাচে সহকারী রেফারিকে লাঞ্ছিত করার দায়ে উত্তর বারিধারার সহকারী ম্যানেজার জাহাঙ্গীর আলমকেও ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে বাফুফের যে কোন প্রতিযোগিতায়। বাফুফে ডিসিপ্লিনারি কমিটি বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রজোনকেও ১ লাখ টাকা জরিমানার পাশাপাশি পরবর্তী ১ ম্যাচ নিষিদ্ধ করেছে।

সংবাদ মাধ্যমে প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলতে গিয়ে ‘সব আবাহনীর পক্ষে ছিল’ বলে তিনি মন্তব্য করেছেন দাবী বাফুফের, সেজন্যই এই শাস্তি।

এছাড়াও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শেখ রাসেলের বিপক্ষে ম্যাচে রেফারির একটি সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে ১৩ মিনিট তারা খেলা থেকে বিরত থাকায় এই শাস্তির মুখে পড়েছে।

 

সুত্রঃ কালের কণ্ঠ