ক্রিকেটার ছেলের তিনতলা ফেলে কেন জীর্ণ বাড়িতে থাকেন বাবা-মা?

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

বহু অখ্যাত ক্রিকেটারকে পাদপ্রদীপের আলোয় এনেছে আইপিল। অনেকে সুযোগ পেয়েছেন জাতীয় দলে। চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যেমন চমকে দেওয়ার মতো পারফর্ম করেছেন রিঙ্কু সিং। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২৩ বলে ৪২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে জনপ্রিয়তা পেলেও এখনো রিঙ্কু ভাঙাচোরা বাড়িতেই থাকছেন।

কিন্তু কেন?

অন্যান্য বাবা-মায়ের মতো রিঙ্কুর পরিবার চেয়েছিল, ছেলে ভালো করে পড়াশোনা করে চাকরিতে যোগ দেবে। তবে রিঙ্কুর সুপ্ত প্রতিভার সন্ধান পাওয়ার পর তার স্বপ্নপূরণের পথে আর বাধা হয়ে দাঁড়াননি বাবা-মা। ইন্ডিয়ান এক্সপ্রেসকে রিঙ্কুর বাবা খান চাঁদ বলেছেন, ‘কখনোই চাইতাম না, ছেলে আমার মতো হোক। চাইতাম পড়াশোনা করে চাকরিবাকরি করুক। সেই কারণে শুরুতে ক্রিকেট খেলতে দিতে চাইতাম না। ক্রিকেটে বেশি উৎসাহী হয়ে পিটুনিও খেয়েছে। ‘

আইপিএল মুহূর্তেই গরিবকে বড়লোক করে দিতে পারে। রিঙ্কুও সম্প্রতি আইপিএলের টাকায় তিনতলা বাড়ি কিনেছেন। কিন্তু আইপিএলে ছেলের অভাবনীয় সাফল্যের পরেও রিঙ্কুর বাবা-মা পুরনো জরাজীর্ণ বাড়িতেই থাকছেন। এর কারণ সম্পর্কে রিঙ্কু সিং বলেন, ‘বাবাকে নতুন বাড়িতে থাকার জন্য বলেছিলাম। তবে বাবা এই ভাঙাচোরা বাড়িতেই থাকতে চান। ৩৫ বছর ধরে এই বাড়িতে উনি থেকেছেন। এখানকার পরিবেশের সঙ্গে তিনি মানিয়ে নিয়েছেন। ‘

এতে অবশ্য রিঙ্কুদের পারিবারিক বন্ধনে কোনো সমস্যার সৃষ্টি হয়নি।  প্রতিদিন অনুশীলনে যাওয়ার আগে বাবা-মার সঙ্গে পুরনো বাড়িতে দেখা করে একসঙ্গে খাবার খান রিঙ্কু। নিলামে ৮০ লাখ রুপির চুক্তিতে আপাতত রিঙ্কুর জীবন যাপনে পরিবর্তন আসতেই পারে। তবে নতুন জীবনযাত্রায় এখনই মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত নন রিঙ্কুর বাবা-মা। তারা পুরাতনকে আঁকড়ে ধরেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চান।

 

সুত্রঃ কালের কণ্ঠ