ক্যাটরিনা ও তার বাবা সম্পর্কে অজানা তথ্য

বিয়ের জন্য প্রস্তুত ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তাদের বিবাহপূর্ববর্তী আনুষ্ঠানিকতা।

এক থা টাইগার খ্যাত বলিউডের এই অভিনেত্রীর নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই।

ক্যাটরিনা কাইফ ১৯৮৩ সালের ১৬ জুলাই হংকংয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ইসলাম ধর্মাবলম্বি কাশ্মীরের মোহাম্মদ কাইফ। আর মা ব্রিটিশ বংশোদ্ভূত সুজানা টারকোট। তিনি একজন আইনজীবী ও দাতব্যকর্মী।

ক্যাটরিনা শিশু থাকা অবস্থায় তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর তার বাবা যুক্তরাষ্ট্রে চলে যান।

ক্যাটরিনা একবার বলেছিলেন, তার ওপর কিংবা তার ভাই-বোনের ওপর বাবার কোনো প্রভাব নেই। তার মা-ই তাদেরকে লালন-পালন করেছেন, বড় করেছেন।

বাবার প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, যখন দেখি বন্ধুদের স্তম্ভের মতো অসাধারণ বাবারা রয়েছে, আমার মনে হয়, যদি আমারও তেমনটি থাকত!

তবে অভিযোগের পরিবর্তে যা আছে তা নিয়ে তিনি কৃতজ্ঞ বলেও মন্তব্য করেন।

২০০৯ সালে ভারতের গণমাধ্যমে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেছিলেন, তার বাবার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

ক্যাটরিনার মা খ্রিস্টান ধর্মের অনুসারী। মাতার মতো ক্যাটরিনা নিজেও সৃষ্টিকর্তায় বিশ্বাসী এবং ছোট বেলা থেকে ধর্মীয় সকল আচার-ব্যবহার মেনেই বড় হয়েছেন।

 

সুত্রঃ যুগ্নাতর