কোহলি সর্বকালের সেরা ক্রিকেটার : অ্যারন ফিঞ্চ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

দেড়শ বছরের ক্রিকেট ইতিহাস উপহার দিয়েছে অনেক কিংবদন্তিকে। স্যার ডন থেকে শচীন টেন্ডুলকার- তালিকাটা ছোট নয়। এবার ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ‘সর্বকালের সেরা’ বানিয়ে দিলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার মতে, ভারত অধিনায়ক বিরাট কোহলিই ৫০ ওভারের ফরম্যাটে শ্রেষ্ঠতম ক্রিকেটার।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে ফিঞ্চ বলেছেন, ‘যদি রেকর্ডের দিকে তাকানো যায়, তবে কোহলি অদ্বিতীয়। তার রেকর্ড অবিশ্বাস্য। তাছাড়া কোহলির ব্যাটিংয়ে তেমন কোনো দুর্বলতা নেই। সম্ভবত সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার। আমাদের তাই কোহলির বিপক্ষে নিজেদের পরিকল্পনা অনুযায়ী বল করতে হবে। আর ওকে দ্রুত ফেরানোর কথা মাথায় রাখতে হবে।’

সদ্য সমাপ্ত আইপিএলে অ্যারন ফিঞ্চ খুব কাছে থেকে কোহলিকে দেখেছেন। কোহলির নেতৃত্বেই তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছিলেন। রঙ্গিন পোশাকে অস্ট্রেলিয়ার মাঠেও কোহলির দুর্দান্ত ধারাবাহিকতা আছে। ৫০.১৭ গড়ে তিনি করেছেন ১১৫৪ রান। আছে ৫ সেঞ্চুরি। যদিও সিডনিতে তার পারফরম্যান্স একেবারেই ভালো নয়। এই মাঠে ৫ ইনিংসে তার গড় মাত্র ৯! সর্বোচ্চ ২১।

 

সূত্র: কালেরকন্ঠ