কোহলি-রোহিতরা বাংলাদেশে

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ওয়ানডে আর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে ভারতীয় দল। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় রোহিত-কোহলিদের বহনকারী বিমানটি। দীর্ঘ ৭ বছর পর আবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এলো ভারতীয় দল। সর্বশেষ ২০১৫ সালে তারা বাংলাদেশে সিরিজ খেলে গেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিরাট কোহলিদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়েছে। তিন দিন পর ৪ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের শেষ দুটি ওয়ানডে ৭ ও ১০ ডিসেম্বর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এছাড়া চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে। তিনটি ম্যাচই দিবা-রাত্রির। খেলা শুরু হবে বেলা ১২টায়।

চট্টগ্রামেই ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে। চট্টগ্রামের মাটিতে ভারতীয় দল টেস্ট খেলবে ১২ বছর পর। সর্বশেষ ২০১০ সালে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বীরেন্দর শেবাগদের মতো মহাতারকারা চট্টগ্রামে টেস্ট খেলেছিলেন। সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলায় ২২ ডিসেম্বর থেকে। উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে বাংলাদেশ সফরে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হেরেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। আর টেস্ট ম্যাচটি ড্র হয়েছিল।

সূত্র: কালের কণ্ঠ