কোহলি মিথ্যা বলছেন- দাবি ভারতীয় বোর্ড কর্মকর্তার!

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

এশিয়া কাপে রানে ফেরার পর ফর্মহীনতার সময়ে নিজের যন্ত্রণার কথা প্রকাশ করেছেন বিরাট কোহলি। পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে পরাজয়ের পর কোহলি দাবি করেছেন, টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর মহেন্দ্র সিংহ ধোনি বাদে কেউ তাকে কোনো বার্তা পাঠাননি। সতীর্থদের পাশাপাশি ইঙ্গিত ছিল বোর্ডের দিকেও। এবার কোহলির মন্তব্যের বিরোধিতা করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা।

সেই কর্মকর্তার দাবি, তাদের পক্ষ থেকে কোহলিকে শুভেচ্ছা জানানো হয়েছিল এবং প্রাপ্য সম্মান দেওয়া হয়েছিল।

‘ইনসাইড স্পোর্ট’ নামে একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা বলেছেন, ‘বোর্ডের সবাই সেই সময় কোহলির পাশে দাঁড়িয়েছে। শুধু তার সতীর্থরা নয়, বোর্ডও। সে সমর্থন পায়নি, এটা বললে মিথ্যা বলা হবে। নিজেকে পুরনো ছন্দে ফেরানোর জন্য তার বিরতি দরকার ছিল। তার পর থেকে একটানা বিরতি পেয়েছে। টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর বোর্ডের প্রত্যেকে তাকে সোশ্যাল সাইটে শুভেচ্ছা জানিয়েছে। জানি না সে কার ব্যাপারে কথা বলছে। ‘

উল্লেখ্য, ব্যাটে রানখরা ও নানা সমালোচনায় কোহলি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তাই তিনি একমাস ব্যাট ছুঁয়েও দেখেননি। এশিয়া কাপে ফর্মে ফেরার পর গত রবিবার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি যখন টেস্ট অধিনায়কত্ব ছাড়ি, মাত্র একজন সাবেক ক্রিকেটার আমাকে ফোন করেছিল। অনেকের কাছেই আমার নম্বর আছে। কিন্তু ফোন করেছিল শুধু মহেন্দ্র সিং ধোনি। এর থেকেই বোঝা যায় কে আমার ভালো চায়। সত্যি যদি আমার কথা কেউ ভেবে থাকে, তাহলে সে আমাকে ফোন করে কথা বলতে পারত। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ