‘কোহলির পতন শুরু হলে আর ঠেকানো যাবে না

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দুই বছর ধরে কোনো ফরম্যাটে সেঞ্চুরির দেখা পাচ্ছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। সম্প্রতি তিনি ফর্মে ফেরার তাগিদে জাতীয় দল এবং আইপিএল দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণাও দিয়েছেন। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে শচীন টেন্ডুলকারের সঙ্গে তুলনা করা হলেও পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আসিফ তা মনে করেন না। ফিক্সিং করে নিষিদ্ধ এই পেসার মনে করেন, শচীনের সঙ্গে নাকি বাবর আজমের তুলনা করা যায়!

এক ইউটিউব চ্যানেলে আসিফ বলেছেন, ‘ব্যাটিংয়ের সময় কোহলির হাত নিচের দিকে থাকে। ফিটনেসের জন্যেই সে এত ভালো খেলছে। কিন্তু যে মুহূর্তে তার পতন শুরু হবে, তখন আর প্রত্যাবর্তন ঘটাতে পারবে না। বাবর কিন্তু শচীনের মতোই আপার হ্যান্ড ব্যাটার। তার ব্যাটের মুভমেন্টও শচীনের মতো। লোকে হয়তো বলবে, কোহলি শচীনের থেকেও ভালো। কিন্তু আমি তা মানতে রাজি নই। সে শচীনের ধারেকাছেও নেই। এটা আমার মত।’

২০০৬ সালে ভারতীয় দলের পাকিস্তান সফরে শচীনের মুখোমুখি হয়েছিলেন আসিফ। টেস্টে শচীনকে একাধিকবার আউট করলেও ওয়ানডে সিরিজে আধিপত্য দেখিয়েছিলেন ভারতের ব্যাটিং লিজেন্ড। কোহলি এবং শচীনের তুলনা করতে গিয়ে আসিফ আরও বলেন, ‘যেভাবে শচীন আপার হ্যান্ডে খেলত, তাতে অনেকেই তার আসল টেকনিকের ব্যাপারে জানত না। সেটা কোচই হোক বা কোনো খেলোয়াড়। কোহলির স্ট্রোক খেলাকেও আমি প্রশংসা করব। কিন্তু ওর খেলার কৌশল একেবারে উল্টো।’

সূত্র: কালের কন্ঠ