কোহলির ধারে কাছে এখন কোনো ব্যাটসম্যান নেই: কেভিন পিটারসেন

বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা তিন ব্যাটসম্যান হিসেবেই বিবেচনা করা হয় বিরাট কোহলি, স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসনকে। তবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ধারে কাছে কেউ নেই বলে জানালেন ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার কেভিন পিটারসেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে লাইভে পিটারসেন বলেন, অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথের তুলনায় বিরাট কোহলি অনেক এগিয়ে থাকবে, কোহলির রান করার খিদে অদ্ভুত ও অবিশ্বাস্য। রান তাড়া করতে নেমে বিরাটের রেকর্ড অনেক ভালো। সে প্রচণ্ড চাপের মধ্যেও পারফর্ম করে যেতে পারে।

পরিসংখ্যানেও স্মিথের চেয়ে অনেক এগিয়ে কোহলি। ক্রিকেটের তিন ফরম্যাটে কোহলির ব্যাটিং গড় পঞ্চাশের উপরে, ৭০টি সেঞ্চুরি করেছে ভারতীয় অধিনায়ক।

শচীন আর কোহলির মধ্যে কাকে এগিয়ে রাখবেন। এমন প্রশ্নের জবাবে কেভিন পিটারসেন বলেন, আমি শচীনের চেয়েও বিরাট কোহলিকে এগিয়ে রাখব। কারণ রান তাড়ায় সে সবার সেরা।