কোহলিদের সঙ্গিনীসহ অস্ট্রেলিয়া পাঠাতে চান সৌরভ

করোনাকালের মাঝে শুরু হওয়া ক্রিকেটে ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবারবর্গ থাকতে পারছেন না। খেলা সংশ্লিষ্ট সবাই থাকছেন জৈব সুরক্ষা বলয়ে। তবে আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের ক্রিকেটারদের পরিবারের সদস্যদের থাকার ব্যবস্থা করতে অস্ট্রেলিয়া বোর্ডকে অনুরোধ করেছেন ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

ভারতের এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘ক্রিকেটারেরা আইপিএলের জন্য গত ৮০ দিন ধরে বিশেষ জৈব সুরক্ষিত বলয়ের মধ্যে রয়েছে। ফলে অস্ট্রেলিয়ায় পৌঁছে আরও ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে তাদের কোনো সমস্যা হবে না। বরং আমি মনে করি, ক্রিকেটারদের পরিবারের সদস্যদেরও ওই সফরে থাকা দরকার। এটা নিয়ে কোনো সমস্যা হবে বলে মনে করি না। অস্ট্রেলিয়া বোর্ডও সেই চেষ্টা করছে। সেই ব্যবস্থা হয়ে যাবে।’

সিডনি থেকেই ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হবে। তবে ক্রিকেটারদের শারীরিক সুস্থতা সম্পর্কে অস্ট্রেলিয়া বোর্ডকে আরও বেশি সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। এদিকে খুশির খবর শুনিয়েছেন ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ। তিনি ইঙ্গিত দিয়েছেন, খুব সম্ভবত মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথ দেখতে মাঠে আসবেন দর্শকেরা। গত বছর অস্ট্রেলিয়া বনাম নিউজ়িল্যান্ড বক্সিং ডে টেস্টে এমসিজিতে ৮০ হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিলেন। তবে এবার অবশ্যই এত দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

 

সূত্রঃ কালের কণ্ঠ