কোহলিকে দায়ী করছেন সাবেক কোচ

অধিনায়ক হিসেবে জাতীয় দলকে একের পর এক সাফল্য এনে দিলেও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে বিরাট কোহলি ব্যর্থ। এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেননি। যদিও ব্যাঙ্গালুরুর দলটি সবসময় তারকায় ভরা থাকে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ কোহলির এই ব্যর্থতার কারণ অনুসন্ধান করেছেন। ব্যাঙ্গালুরুর সাবেক কোচ রে জেনিংস দাবি করেছেন, দলের এই ব্যর্থতার পেছনে বিরাট কোহলিরও দায় আছে। কোহলির সঙ্গে একবার ঝামেলাও লেগেছিল তার।

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্যাঙ্গালুরুর দায়িত্ব পালন করা জেনিংস বলেছেন, ‘আইপিএলের দিকে ফিরে তাকালে দেখা যাবে, প্রতিটি দলে ২৫-৩০জন খেলোয়াড় থাকে এবং সবার দেখাশোনা করার দায়িত্ব কোচের। কিন্তু অনেক সময় দলে সে (কোহলি) অসহযোগিতাও করেছে। অনেক সময় ভুল খেলোয়াড়কে সমর্থন করেছে। কিন্তু এ জন্য তাকে দোষারোপের কিছু নেই। আমি হয়তো কিছু খেলোয়াড়কে নির্দিষ্ট পজিশনে ব্যাট করা কিংবা অন্য কোনো পরিস্থিতিতে নির্দিষ্ট কাউকে দিয়ে বল করাতে চেয়েছি, কোহলি ভিন্নমত পোষণ করেছে।’

তিনি বলেন, ‘আইপিএল আন্তর্জাতিক ক্রিকেট থেকে একদমই আলাদা। ছয় সপ্তাহ সময়ের মধ্যে কেউ ফর্মে ফেরে কেউ পারে না। আমি থাকতে কিছু খেলোয়াড়ের আরও বেশি ম্যাচ খেলা উচিত ছিল। কিন্তু সে (কোহলি) তা মনে করেনি। তবে এসব এখন অতীত। দিনে দিনে তার উন্নতি দেখে ভালো লাগছে। তার ক্রিকেট-মস্তিষ্ক অবিশ্বাস্য। বিগত দিনে নেতৃত্বের মানও বেড়েছে। অধিনায়ক হিসেবেও সে বেড়ে উঠছে। তার সেরাটা দেওয়া এখনো বাকি। আমি মনে করি, সে আইপিএল ট্রফিও জিততে শুরু করবে।’

 

সূত্রঃ কালের কণ্ঠ