কোহলিকে আউট করে ভারতীয়দের তোপের মুখে!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইংল্যান্ডের সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসনের গতির মুখে পড়ে ২১৭ রানে অলআউট ভারত।

ভারতীয় শিবিরে জুজুর ভয় ধরিয়ে দেন আইপিএলে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা জেমিসন। কিউই এ পেসারের গতির সামনে উইকেটে থিতু হতে পারেননি ভারতীয় তারকা ব্যাটসম্যানরা।

ভারতের অধিনায়ক বিরাট কোহলি, ওপেনার রোহিত শর্মা, উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থসহ ৫ জন তারকা ক্রিকেটারকে একাই সাজঘরে ফেরান জেমিসন।

বিরাট কোহলিকে ৪৪ রানে আউট করে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সমর্থকদের ক্ষোভের মুখে পড়লেন জেমিসন।

কোহলিকে আউট করার পর ভারতীয় সমর্থকদের অনেকেই সরাসরি জেমিসনের আইপিএল চুক্তি বাতিল করে দেওয়ার দাবি জানান। আবার অনেকে অশ্লীল ভাষায় জেমিসনকে গালিগালাজ করেন।

ভারতের করা ২১৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিনে ২ ওপেনারের উইকেট হারয়ে ১০১ রান করে নিউজিল্যান্ড। প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেসে যায়। সোমবার চতুর্থ দিনে বৃষ্টির কারণে এখনও খেলা মাঠে গড়ায়নি।