কোভ্যাক্সিনে মূল্য ধার্য করলো ভারত

ভারতে মে মাস থেকে ১৮ বছরের ওপরে সবার নিবন্ধনের নির্দেশনা দিয়ে রাজ্য সরকারগুলোতে টিকাদান কর্মসূচি শুরু হবে। তবে এবার কোভ্যাক্সিন কিনতে রাজ্য সরকারের জন্য ৬শ, বেসরকারি হাসপাতালে ১২শ রুপি খরচ করতে হবে।

ভারত বায়োটেকের ব্যবস্থাপনা পরিচালক কৃষ্ণ এম ইল্লারের বলেছেন, ‘উৎপাদনসহ ভ্যাকসিনের পরীক্ষা নিরীক্ষার খরচ নিজস্ব তহবিল থেকে এসেছে। তা তুলতেই এই দাম নির্ধারণ করা হয়েছে।’ এছাড়াও দেশটির টিকা প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট এই দাম রাজ্য সরকারের জন্য ৪শ বেসরকারি হাসপাতালের জন্য ৬শ নির্ধারণ করায় সমালোচনা শুরু হয়েছে।

এদিকে, কেন্দ্রীয় সরকারকে দেড়শ আর রাজ্য সরকারগুলোকে ৪শ রুপিতে টিকা বিক্রি করার ঘোষণায় সমালোচনার মুখে রয়েছে সিরাম ইনস্টিটিউটও।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন