কোভিড -১৯ মহামারী মোকাবেলায় এনজিওদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ফেডারেশন অব এনজিও’স বাংলাদেশ (এফএনবি), রাজশাহীর আয়োজনে এবং ব্র্যাকের সহযোগিতায় কোভিড-১৯ মহামারী মোকাবেলায় এনজিওদের ভূমিকা”শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আবুল খায়ের, সিভিল সার্জন কার্যালয় এর মেডিক্যাল অফিসার ডা. বীথি রানী। আরও উপস্থিত ছিলেন- পরিচালক, বাংলাদেশ ব্যাংক মোঃ বেলালউদ্দীন,

সমাজ সেবা অফিসার জনাব মোঃ মতিউর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর এর প্রোগ্রাম অফিসার জনাব রাশেদা খানম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, উপ-পরিচালক গণযোগাযোগ অধিদপ্তর মোঃ আহসানুল ইসলাম, সহকারি পরিচালক জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মোঃ আনোয়ার কামাল, উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মোঃ আল মামুন তুহিন, অধ্যক্ষ কারিগরি প্রশিক্ষন কেন্দ্র মোঃ মুনজুরুল হক, সহকারি পরিচালক জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস খুরশিদা খানম এবং অধ্যক্ষ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মোঃ শফিকুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন এনজিও শাখার সহকারি কমিশনারগণ এবং রাজশাহী এফএনবি জেলা কমিটির সভাপতি ও ব্র্যাক প্রতিনিধি মোঃ মহসিন আলী, সহ-সভপাতি লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন সহ এফএনবি রাজশাহী জেলার সদস্য সংস্থা আশা, বুরো বাংলাদেশ, টিএমএসএস, আশ্রয়, নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থা, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, জাগরনী চক্র ফাউন্ডেশন, বিডো, বেলা, আরএসডিপি, দিশা, এর প্রতিনিধিগন ও রাজশাহী জেলার সকল এনজিও প্রতিনিধিবৃন্দ।

করোনাকলীন সময়ে এনজিওদেও কার্যক্রমের উপর মাল্টিমিডিযায় উপস্থাপন করেন ব্র্যাক জেলা সমন্বয়ক এবং ফেডারেশন অব এনজিওস বাংলাদেশ এর সভাপতি মোঃ মহসিন আলী। কোভিড কালীন সময়ে রাজশাহী জেলার সকল এনজিওদের কার্যক্রমের উপর উপস্থাপন করা হয়।