বুধবার , ১৯ জুন ২০২৪ | ১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কোপার উদ্বোধনী ম্যাচেই নামছে আর্জেন্টিনা, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

Paris
জুন ১৯, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক:
কোপা আমেরিকার মহারণ শুরু হতে মাঝে আর একদিন বাকি। আগামী ২১ জুন অর্থাৎ শুক্রবার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠছে অঞ্চলভিত্তিক এই ফুটবল মহারণের।

২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে ৪৮তম কোপা আমেরিকার আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্ত হচ্ছে কনকাকাফ অঞ্চলের বেশ কিছু দল। সবমিলিয়ে ১৬ দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। যেখানে ‘এ’ গ্রুপের গ্রুপ অব ডেথে পড়েছে আর্জেন্টিনা। গ্রুপপর্বেই মেসিরা পাচ্ছে মহাদেশীয় প্রতিপক্ষ পেরু এবং চিলিকে। সে তুলনায় কিছুটা সহজ প্রতিপক্ষ পেলেও স্বস্তি পাচ্ছে না ব্রাজিলও। গ্রুপ ‘ডি’তে কলম্বিয়া এবং প্যারাগুয়ের মত প্রতিপক্ষের সামনে পড়তে হবে ভিনিসিয়ুস জুনিয়রদের।

ঘোষিত ফিক্সচার অনুযায়ী, ২০২৪ সালের কোপা আমেরিকার আসর চলবে ২৬ দিন। গ্রুপ পর্ব হবে ২০ জুন থেকে ২ জুলাই। কোয়ার্টার ফাইনাল ৪ থেকে ৬ জুলাই। সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৩ জুলাই। আর ফাইনাল হবে ১৪ জুলাই।

গ্রুপ এ: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা

গ্রুপ বি: মেক্সিকো, একুয়েডর, ভেনেজুয়েলা, জ্যামাইকা

গ্রুপ সি: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া

গ্রুপ ডি: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা

গ্রুপ পর্ব

তারিখ
সময়

ম্যাচ
ভেন্যু

২১ জুন
শুক্রবার

সকাল ৬টা

আর্জেন্টিনা-কানাডা মার্সিডিস-বেঞ্জ স্টেডিয়াম
২২ জুন
শনিবার

সকাল ৬টা

পেরু-চিলি এটি অ্যান্ড টি স্টেডিয়াম
২৩ জুন
রোববার

ভোর ৪টা

একুয়েডর-ভেনেজুয়েলা লেভি’স স্টেডিয়াম
২৩ জুন
রোববার

সকাল ৭টা

মেক্সিকো-জ্যামাইকা এনআরজি স্টেডিয়াম
২৪ জুন
সোমবার

ভোর ৪টা

যুক্তরাষ্ট্র-বলিভিয়া এটি অ্যান্ড টি স্টেডিয়াম
২৪ জুন
সোমবার

সকাল ৭টা

উরুগুয়ে-পানামা হার্ড রক স্টেডিয়াম
২৫ জুন
মঙ্গলবার

ভোর ৪টা

কলম্বিয়া-প্যারাগুয়ে এনআরজি স্টেডিয়াম
২৫ জুন মঙ্গলবার, সকাল ৭টা ব্রাজিল-কোস্টারিকা সোফি স্টেডিয়াম
২৬ জুন
বুধবার

ভোর ৪টা

পেরু-কানাডা চিলড্রেন’স মার্সি পার্ক
২৬ জুন
বুধবার

সকাল ৭টা

চিলি-আর্জেন্টিনা মেটলাইফ স্টেডিয়াম
২৭ জুন
বৃহস্পতিবার, ভোর ৪টা

ইকুয়েডর-জ্যামাইকা অ্যালিজায়ান্ট স্টেডিয়াম
২৭ জুন
বৃহস্পতিবার, সকাল ৭টা

ভেনেজুয়েলা-মেক্সিকো সোফি স্টেডিয়াম
২৮ জুন
শুক্রবার

ভোর ৪টা

পানামা-যুক্তরাষ্ট্র মার্সিডিজ-বেনজ স্টেডিয়াম
২৮ জুন
শুক্রবার

সকাল ৭টা

উরুগুয়ে-বলিভিয়া মেটলাইফ স্টেডিয়াম
২৯ জুন
শনিবার

ভোর ৪টা

কলম্বিয়া-কোস্টারিকা স্টেট ফার্ম স্টেডিয়াম
২৯ জুন
শনিবার, সকাল ৭টা

প্যারাগুয়ে-ব্রাজিল অ্যালিজায়ান্ট স্টেডিয়াম
৩০ জুন
রোববার

সকাল ৬টা

আর্জেন্টিনা-পেরু হার্ড রক স্টেডিয়াম
৩০ জুন
রোববার

সকাল ৬টা

কানাডা-চিলি ইন্টার অ্যান্ড কো স্টেডিয়াম
১ জুলাই
সোমবার

সকাল ৬টা

জ্যামাইকা-ভেনেজুয়েলা কিউ২ স্টেডিয়াম
১ জুলাই
সোমবার

সকাল ৬টা

মেক্সিকো-ইকুয়েডর স্টেট ফার্ম স্টেডিয়াম
২ জুলাই
মঙ্গলবার, সকাল ৭টা

বলিভিয়া-পানামা ইন্টার অ্যান্ড কো স্টেডিয়াম
২ জুলাই
মঙ্গলবার, সকাল ৭টা

যুক্তরাষ্ট্র-উরুগুয়ে অ্যারোহেড স্টেডিয়াম
৩ জুলাই
বুধবার, সকাল ৭টা

ব্রাজিল-কলম্বিয়া লেভি’স স্টেডিয়াম
৩ জুলাই
বুধবার

সকাল ৭টা

কোস্টারিকা-প্যারাগুয়ে কিউ২ স্টেডিয়াম
কোয়ার্টার ফাইনাল

তারিখ

সময়

ম্যাচ

ভেন্যু

৫ জুলাই

শুক্রবার, সকাল ৭টা

এ১-বি২

এনআরজি স্টেডিয়াম

৬ জুলাই

শনিবার, সকাল ৭টা

বি১-এ২

এটি অ্যান্ড টি স্টেডিয়াম

৭ জুলাই

রোববার, ভোর ৪টা

ডি১-সি২

স্টেট ফার্ম স্টেডিয়াম

৭ জুলাই

রোববার, সকাল ৭টা

সি১-ডি২

অ্যালিজায়ান্ট স্টেডিয়াম

সেমিফাইনাল

তারিখ

সময়

ম্যাচ

ভেন্যু

১০ জুলাই

বুধবার, সকাল ৬টা

প্রথম কোয়ার্টার ফাইনাল জয়ী-দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল জয়ী

মেটলাইফ স্টেডিয়াম

১১ জুলাই

বৃহস্পতিবার, সকাল ৬টা

তৃতীয় কোয়ার্টার ফাইনাল জয়ী-চতুর্থ কোয়ার্টার ফাইনাল জয়ী

ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম

তৃতীয় স্থান নির্ধারণী

তারিখ

সময়

ম্যাচ

ভেন্যু

১৪ জুলাই

রোববার, সকাল ৬টা

প্রথম সেমিফাইনাল পরাজিত দল বনাম দ্বিতীয় সেমিতে পরাজিত

ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম

 

ফাইনাল

তারিখ

সময়

ম্যাচ

ভেন্যু

১৫ জুলাই

সোমবার, সকাল ৬টা

প্রথম সেমিফাইনাল জয়ী-দ্বিতীয় সেমিফাইনাল জয়ী

হার্ড রক স্টেডিয়াম

*ম্যাচের সূচি বাংলাদেশ সময় অনুযায়ী।

 

সর্বশেষ - খেলা