রবিবার , ২০ অক্টোবর ২০২৪ | ৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কোন বয়সে কিভাবে সঞ্চয় করবেন?

Paris
অক্টোবর ২০, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জীবনের প্রতিটি ধাপেই অর্থ সঞ্চয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুললে ভবিষ্যৎ জীবন হবে আরো নিরাপদ ও আর্থিকভাবে সচ্ছল। তবে বয়সভেদে সঞ্চয়ের কৌশলও আলাদা হওয়া উচিত। বয়স অনুযায়ী সঞ্চয়ের উপায়গুলো নিচে তুলে ধরা হলো :

২০-এর দশক : সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার সময়
এই বয়সে ক্যারিয়ার শুরু করার সঙ্গে সঙ্গে আর্থিক স্বাধীনতা আসে।

এ সময়ে সঞ্চয়ের অভ্যাস তৈরি করা গুরুত্বপূর্ণ।
কী করবেন : প্রথমেই মাসিক আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয়ের জন্য বরাদ্দ করুন, সাধারণত ২০-২৫%।
কৌশল : বাজেট তৈরি করে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। সঞ্চয়ের জন্য ব্যাংকে একটি ফিক্সড ডিপোজিট (এফডি) বা সঞ্চয় হিসাব খুলুন।

পেনশন পরিকল্পনা : প্রাথমিকভাবে ছোট ছোট পরিমাণে পেনশন বা রিটায়ারমেন্ট ফান্ডে বিনিয়োগ করা শুরু করুন। এতে সময়ের সঙ্গে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে।
৩০-এর দশক : বিনিয়োগের চিন্তা করা শুরু করুন
এই বয়সে সাধারণত অনেকের ক্যারিয়ার স্থিতিশীল হয়ে ওঠে, এবং আয়ও তুলনামূলকভাবে বেশি হতে থাকে। তবে খরচও বেড়ে যেতে পারে, যেমন বাড়ির কিস্তি, পরিবারের খরচ ইত্যাদি।

কী করবেন : সঞ্চয়ের পাশাপাশি বিনিয়োগের দিকে মনোযোগ দিন।
কৌশল : মিউচুয়াল ফান্ড, শেয়ারবাজার এবং রিয়েল এস্টেটে বিনিয়োগ শুরু করতে পারেন।
বীমা : জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা কেনার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করুন, যাতে অপ্রত্যাশিত খরচ মোকাবেলা করা যায়।

৪০-এর দশক : আয় বাড়ানোর পাশাপাশি সঞ্চয় বাড়ান
৪০-এর দশক সাধারণত একটি ব্যক্তির ক্যারিয়ারের শীর্ষ অবস্থানের সময়। এ সময় আয় বাড়লেও খরচও বাড়তে পারে।

কী করবেন : সঞ্চয়ের পরিমাণ বাড়িয়ে ৩০-৪০% পর্যন্ত করুন।
কৌশল : দীর্ঘমেয়াদি বিনিয়োগ, যেমন রিয়েল এস্টেট বা সোনায় বিনিয়োগ করতে পারেন। এর পাশাপাশি শিক্ষার জন্য সঞ্চয় রাখুন, বিশেষ করে যদি আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেন।
ঋণমুক্ত হওয়া : এই সময়ে বড় ঋণ পরিশোধের দিকে নজর দিন, যেমন গৃহঋণ।

৫০-এর দশক : অবসর প্রস্তুতির সময়
এই সময়ে আপনি অবসরের প্রস্তুতি শুরু করবেন। তাই দীর্ঘমেয়াদি সঞ্চয়ের পরিকল্পনা সাজানো প্রয়োজন।

কী করবেন : অবসরকালীন সময়ের জন্য একটি সুনির্দিষ্ট তহবিল তৈরি করুন।
কৌশল : রিটায়ারমেন্ট ফান্ড, পেনশন স্কিম বা অন্য কোনো দীর্ঘমেয়াদি সঞ্চয়মূলক স্কিমে বিনিয়োগ বাড়ান।
ব্যয় হ্রাস : অবসর জীবনে স্থিতিশীল জীবনযাপন করতে ব্যয়ের পরিমাণ হ্রাস করার পরিকল্পনা করুন।

৬০-এর দশক ও তার বেশি : সঞ্চয় ভাঙার সময়
এই বয়সে অবসরের সময় চলে আসে, তাই আগে সঞ্চিত অর্থ থেকে সঠিকভাবে খরচের পরিকল্পনা করতে হবে।

কী করবেন : সঞ্চয়ের ওপর নির্ভর করে মাসিক বাজেট তৈরি করুন এবং বেঁচে থাকার জন্য পর্যাপ্ত অর্থ সংরক্ষণ করুন।
কৌশল : বেশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন এবং সঞ্চিত অর্থকে নিরাপদ রাখার জন্য স্থিতিশীল বিনিয়োগের দিকে মনোযোগ দিন।

বয়স অনুযায়ী সঞ্চয়ের পরিকল্পনা করা উচিত। ২০-এর দশকে সঞ্চয়ের অভ্যাস তৈরি করে ধীরে ধীরে বিনিয়োগে ঝোঁক বাড়াতে হবে এবং ৫০ বা ৬০-এর দশকে এসে অবসরকালীন জীবনের জন্য নিরাপদ সঞ্চয় সংরক্ষণ করতে হবে।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - লাইফ স্টাইল