কোটি পরিবার প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পাচ্ছে: প্রতিমন্ত্রী পলক

সিংড়া প্রতিনিধি:
আইসিটি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, আ’লীগ সরকার সব সময় জনগণের কল্যাণে কাজ করছে। দেশে এবার ১কোটি পরিবার প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পাচ্ছে।

তিনি আরো বলেন, তাজপুর ইউনিয়নের মাটি এবং মানুষের কল্যাণে আমি আমৃত্যু নিজেকে নিয়োজিত রাখব বলে শপথ করেছি। আপনারা দোয়া করবেন যেন বিপদে-আপদে সব সময় আপনাদের কাছে থাকতে পারি। আজকে করোনা ভাইরাসের কারণে আপাতত সকলের কাছে যেতে পারছি না। সামাজিক দুরত্ব বজায় রেখে কাজ করতে হচ্ছে এটা আরো বেশি চ্যালেঞ্জিং। তিনি সমাজের বিত্তবানদের বন্যার্তদের পাশে দাঁড়ানো আহবানও জানান।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় তেমুক বাজারে একশ কুড়ি জন বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কালে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন তাজপুর ইউপি চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, তাজপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি খবির উদ্দিন সরদার, সহ-সভাপতি পঙ্কজ কুমার সাহা, সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমূখ।

স/অ