কে হচ্ছেন আইসিসির নতুন চেয়ারম্যান?

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চেয়ারম্যান কে হচ্ছেন। এ নিয়েই চলছে গুঞ্জন। আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাবেক সভাপতি কলিন গ্রেভস ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

বৃহস্পতিবার আইসিসির বোর্ডের সদস্যরা নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড সদস্য জানান, চেয়ারম্যান নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। পরের সপ্তাহেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

সাবেক ইসিবি সভাপতি কলিন গ্রেভস এবং সৌরভ গাঙ্গুলী দু’জনেই আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে রয়েছেন। তবে দু’জনের কেউই নির্বাচন চাইছেন না। বাছাইয়ের মাধ্যমে শীর্ষ পদে বসতে আগ্রহী তারা।

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে আইসিসির ওই বোর্ড সদস্য বলেন, প্রশাসনিক অনেক জটিলতা রয়েছে। এখনই এ সব বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে পারব না।