কে এগিয়ে মুম্বাই না চেন্নাই?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দ্বিতীয় পর্বের খেলা শুরু রাত ৮টায়। সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ৩০তম ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।

রোহিত শর্মার নেতৃত্বে আইপিএলে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তিনবার শিরোপা ঘরে তুলেছে চেন্নাই।

এ ম্যাচের আগে অতীতে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস একে অপরের বিপক্ষে ৩১ বার মুখোমুখি হয়েছে। সেই সাক্ষাতে একধাপ এগিয়ে মুম্বাই। ১৯ বার জিতেছে মুম্বাই আর ১২টি ম্যাচ জিতেছে চেন্নাই।

করোনায় খেলা বন্ধ হওয়ার আগে চলতি মৌসুমে প্রথম সাক্ষাতে ধোনির চেন্নাইয়ের বিপক্ষে জয় পায় মুম্বাই। তবে পয়েন্টের বিচারে চলতি মৌসুমে এগিয়ে রয়েছে চেন্নাই। ৭ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দুই নম্বরে রয়েছে চেন্নাই। অন্যদিকে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে মুম্বাই।

চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ: ঋতুরাজ গায়কওয়াদ, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, মঈন আলী, মহেন্দ্র সিং ধোনি, ডুয়াইন ব্রাভো, রবিন্দ্র জাদেজা, দীপক চাহার, ইমরান তাহির, শার্দুল ঠাকুর ও লুঙ্গি এনগিডি/জস হ্যাজলউড।

মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সুরাইয়াকুমার যাদব, ইশান কিশান, কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, করুনাল পান্ডিয়া, অ্যাডাম মিলনে/ নাথান কোল্টার নিল, ট্রেন্টবোল্ট, জসপ্রিত বুমরাহ ও জয়ন্ত যাদব/রাহুল চাহার।