কেন ‘প্রফেসর’ ডাকা হয় জানালেন হাফিজ

মোহাম্মদ হাফিজ তার আসল নাম। কিন্তু অনেকেই পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে ‘প্রফেসর’ নামে ডাকেন। কেন এই নামে তাকে ডাকা হয় জানালেন পাকিস্তানের এই অলরাউন্ডার।

সংবাদমাধ্যমকে হাফিজ জানান, আমার মনে হয় আমার জিজ্ঞাসু মনোভাব ও খেলা নিয়ে জ্ঞানের জন্য আমাকে ওরা প্রফেসর বলে ডাকে। ক্রিকেটকে আমি খুব শ্রদ্ধা করি।

পাকিস্তানের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৯২ ম্যাচে অংশ নিয়ে ২১টি সেঞ্চুরির সাহায্যে ১২ হাজার ৭৮০ রান করেন হাফিজ।

৪১ বছর বয়সী এই অলরাউন্ডার আরও বলেন, ইংল্যান্ডে খেলার সময় আমার এক এজেন্ট আমাকে এই নামে ডাকা শুরু করেন। কারণ ওকে আমি খুব প্রশ্ন করছিলাম। তারপর রমিজ রাজা ধারাভাষ্য দেওয়ার সময় এই নাম বলেন। তারপর থেকে সবাই আমাকে প্রফেসর বলে ডাকা শুরু করেন।

শ্রীলংকার প্রিমিয়ার লিগে গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন হাফিজ। সেখানে তার জার্সিতে লেখা ‘প্রফেসর’।

 

সুত্রঃ যুগান্তর