কেন কারিনার জন্য বেশি দামে শাড়ি কিনেছিলেন আমির

‘থ্রি ইডিয়ট’ ও ‌‘তালাশ’র পর আমির খান ও কারিনা কাপুর খানকে একসঙ্গে দেখা যাবে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। হলিউড ব্লকবাস্টার ‘ফরেস্ট গাম্প’ ছবির রিমেক এটি। আগামী এপ্রিলে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরমধ্যেই ভাইরাল হয়েছে দুই শিল্পীর পুরনো একটি ভিডিও। এতে দেখা যাচ্ছে, কারিনার জন্য শাড়ি ক্রয় করছেন আমির। সঙ্গেই রয়েছেন কারিনা।

আমির ব্যবসায়ীকে বলছেন, ‘আমি কারিনার জন্য একটি শাড়ি কিনব। কত টাকা দাম শাড়িটার?’ ব্যবসায়ী উত্তর দিচ্ছেন, ‘সাড়ে ৬ হাজার রুপি।’ আমির বলছেন, ‘আমি এই শাড়ির জন্য সাড়ে ৬ হাজার দেব না। ২৫ হাজার রুপি দেব। কারণ বাজারে এই শাড়ি এত দামেই পাওয়া যায়।’

কারিনা পরে জানিয়েছিলেন, শাড়ি শিল্পীরা নাকি প্রতি দিন ১০-১২ ঘণ্টা কাজ করে মাত্র ৫০ টাকা পারিশ্রমিক পান। অথচ তাদের বানানো শাড়িই পরে বাজারে অনেক বেশি দামে বিক্রি করা হয়। সে জন্যই আমির সরাসরি সেই শিল্পীদের কাছ থেকে বেশি টাকা দিয়ে ওই শাড়িটি কিনেছিলেন।

 

লাল সিং চাড্ডা ছবিতে আমির-কারিনা ছাড়াও দেখা যাবে মোনা সিং, নাগা চৈতন্যকে। ছবিটির সঙ্গে যুক্ত আছে ভায়াকম এইটিন মোশন পিকচার্স ও আমির খান প্রোডাকশন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন