সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কেনিয়ায় তুরষ্ক ও যুক্তরাজ্যের বেশ কয়েকজন নাগরিক অপহৃত

Paris
অক্টোবর ২১, ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কেনিয়ার রাজধানী নাইরোবিতে গত শুক্রবার মুখোশধারীরা একজন ব্রিটিশ নাগরিকসহ বেশ কয়েকজন তুর্কি নাগরিককে অপহরণ করেছে। চারজন তুর্কি নাগরিক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। একজন ব্রিটিশ নাগরিক বিবিসিকে এই তথ্য জানিয়েছে।

ব্রিটিশ নাগরিক নেকডেক সিসওগু দুই বছর আগে কেনিয়ায় যান।

এর আগে ১৮ বছর ধরে তিনি যুক্তরাজ্যে বসবাস করেছেন। তিনি কথিত অপহরণকারীদের তার ব্রিটিশ পাসপোর্টের একটি অনুলিপি দেখালে আট ঘন্টা পরে তাকে মুক্তি দেওয়া হয়েছিল বলে জানান।

একটি বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘তারা কেনিয়ায় একটি ঘটনার পর একজন ব্রিটিশ ব্যক্তি এবং তার পরিবারকে কনস্যুলার সহায়তা প্রদান করছে।’ কেনিয়ার পুলিশ বিবিসিকে বলেছে, একজন মোটরসাইকেল চালক অপহরণের ঘটনার প্রত্যক্ষদর্শী।

তার কাছ থেকে তথ্য নিয়ে তারা অপহরণের ঘটনা তদন্ত করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুটি গাড়ি একটি সিলভার সেলুন গাড়ির সামনে এবং পিছনে থেকে বাধা দেয়। গাড়িতে দুইজন যাত্রী ছিলেন।
কেনিয়ার পুলিশের মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো বলেন, ‘দুটি গাড়ি থেকে অস্ত্রে সজ্জিত প্রায় আটজন লোক বেরিয়ে আসে এবং দুই আরোহীকে টেনে বের করে নিয়ে চলে যায়।

একজন তুর্কি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইউসুফ কার থানায় বিষয়টি জানান। পরে অপহৃত দুই ব্যক্তির নাম হুসেইন ইয়েসিলসু এবং নেকডেট সেয়িতোগলু বলে জানা যায়। এ ঘটনায় তুর্কি কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক