সোমবার , ২৫ জুলাই ২০১৬ | ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কৃষিকাজে তাক লাগিয়ে দিলেন এক শিক্ষা কর্মকর্তা

Paris
জুলাই ২৫, ২০১৬ ১:৫৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কৃষিকাজে সফল হয়ে তাক লাগিয়ে দিলেন এক শিক্ষা কর্মকর্তা। তার সফলতায় সুনাম ছড়িয়ে পড়েছে এলাকায়। ১০ বিঘা এলাকাজুড়ে বিশাল বাগান গড়ে নানা প্রজাতির বৃক্ষ লাগিয়ে চমক সৃষ্টি করেছেন এই কর্মকর্তা। ঠাকুরগাঁর সদর উপজেলার চিলারং ইউনিয়নের মলানি গ্রামে তার এই বাগান।

শিক্ষা কর্মকর্তার নাম রায়হান ইসলাম হিরা। ১৯৯৭ সালে তিনি বাগানটি গড়ে তোলেন। ১০ বিঘা এলাকাজুড়ে বাগানটিতে প্রধানত আম গাছেরই প্রাধান্য। আরো রয়েছে কয়েক শ প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ। বাগানের ভেতরে রয়েছে কয়েকটি পুকুর। আবার সেখানে করছেন দেশীয় প্রজাতির বিলুপ্ত প্রায় মাছের চাষ। অন্যদিকে বাগানে ব্ল্যাক বেঙ্গল প্রজাতির ছাগল ও বিদেশি জাতের গরু পালন করছেন।

আলাপকালে হিরা  বলেন, ‘১৯৯৭ সালে সরকার চাকরিজীবীদের জন্য সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণা করেন। তার কারণ এই যে সকল সরকারি চাকরিজীবীরা আছে তারা যাতে করে সামাজিক ও পারিবারিক কাজে লিপ্ত হতে পারে। আমি সেই থেকেই উদ্বুদ্ধ হয়ে চাকরি জীবনের পাশাপাশি এই বাগানটি গড়ে তুলি।’

তিনি বলেন, ‘বাগানের ভেতরে অনেক কিছুই আছে তার মধ্যে মূলত আমি আম বাগান থেকেই বেশি লাভবান। বাগান থেকে প্রতি বছর কয়েক লাখ টাকার আম বিক্রি করতে পারি। এই বাগানে অনেকের কর্মসংস্থান হয়েছে।’

মকবুল নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘হিরা ভাইয়ের এ উদ্যোগ দেখে গ্রামের অনেকেই উদ্বুদ্ধ হয়েছেন। তারা সাধ্যমতো কেউ আমের বাগান আবার কেউবা পশু-পাখি পালন করছেন। এসব দেখে করে আশপাশের মানুষ উদ্যোগী হচ্ছে। আর সেই সঙ্গে গ্রামের বেকারত্ব ও অভাব দূর হচ্ছে।’

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আরশেদ আলী বলেন, মলানি গ্রামে হিরার বাগান তৈরির এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এর পাশাপাশি আমাদের কাছ থেকে যদি ওই বাগান মালিকের কোনো সহযোগিতা বা পরামর্শের প্রয়োজন হয়, অবশ্যই আমরা সহযোগিতা করতে প্রস্তুত।’

সূত্র: রাইজিংবিডি