নিজস্ব প্রতিবেদক:
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের বৈষম্যমূলক সেচ নীতিমালা পরিবর্তন করে কৃষকবান্ধব সেচ নীতিমাল ও কৃষক সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী সেচ পাম্পের অপারেটর নির্বাচনে দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর জিরোপয়েন্টে
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের কর্মীরা অংশ নেন।
বরেন্দ্র অঞ্চলের জেলাগুলো মারাত্মক খরার ঝুঁকি হওয়ায় ২০০৮ সালে বিএমডিএ সেচ নীতিমালা প্রনয়ন করে। এই নীতিমালার দোহাই দিয়ে বরেন্দ্র ডিপগুলো পরিচালনা করে প্রভাবশালীরা। ফলে সেচকে কেন্দ্র করে কৃষক মৃত্যু, মারামারি, ডিপ দখল, পানির অন্যায্যতা, পানি হীনতা এবং প্রান্তিক কৃষকেরা পানির অধিকার বঞ্চনার শিকার হচ্ছেন।তারা বিএমডিএর বৈষম্যমূলক সেচ নীতিমালা-২০০৮ পরিবর্তন করে কৃষকবান্ধব করার দাবি করেন।
এছাড়াও বরেন্দ্র এলাকার জলাধার, খাল-খাড়ি, নদ নদীগুলো খনন করে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেয়ার আহবান জানানো হয়।