কুয়েতে ৫ ধাপে শিথিল হচ্ছে বিধি নিষেধ

কুয়েতে অর্থনীতির চাকা সচল রাখতে পাঁচধাপে শিথিল করা হবে বিধি নিষেধ। বৃহস্পতিবার (৩১ মে) এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী সাবাহ আল খালিদ আল হামাদ আল সাবাহ এ কথা জানান।

তিনি বলেন, প্রথম ধাপে ৩১ মে থেকে খুলে দেওয়া হবে শিল্প কারখানা, গ্যাস, লন্ড্রী, মেইনটেন্যান্স, সিম কোম্পানি, ইন্টারনেট সেবা, ক্লিনিক ও মসজিদ।

দ্বিতীয় ধাপে নির্মাণ শিল্প, ব্যাংক, পার্ক ডিপার্টমেন্টাল স্টোর ইত্যাদি খুলে দেয়া হবে। তৃতীয় ধাপে হোটেল, রিসোর্ট, ট্যাক্সি ইত্যাদি সেবা চালু হবে।

চতুর্থ ধাপে সরকারি বেসরকারি গণপরিবহন এবং পঞ্চম ধাপে বিবাহ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক সমাবেশ, সিনেমা হল, ক্রীড়া ক্লাব ও বিউটি পার্লার ইত্যাদি খোলার অনুমতি দেয়া হবে।

সূত্রঃ সময়