মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কীভাবে সিনিয়র সাকিবের শুন্যতা পূরণ করবে দল, জানালেন জুনিয়র সাকিব

Paris
অক্টোবর ১, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই ভারতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে নেই এই অলরাউন্ডার। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সাকিবের অভাব কীভাবে পোষাবে বাংলাদেশ দল, ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে সে প্রশ্নের জবাব দিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।

মঙ্গলবার (১ অক্টোবর) টি-টোয়েন্টি স্কোয়াডের ৯ ক্রিকেটার ভারতে পৌঁছেছেন। ঢাকা থেকে দিল্লি গেছেন তারা। দিল্লিতে রাত কাটিয়ে বুধবার তারা গোয়ালিয়রের ফ্লাইট ধরবেন। সেখানেই ৬ অক্টোবর হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপে অলরাউন্ডার সাকিব ইস্যুতে পেসার তাসজিম হাসান সাকিব বলেন, ‘সাকিব ভাই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় দলকে সাপোর্ট দিতো। আমরা ওই জায়গায় উনার শূন্যতা অনুভব করবো। আমরা চেষ্টা করবো টিম গেম খেলার মাধ্যমে যেন ওই শূন্যতা পূরণ করতে পারি। ’

এদিকে ভারতে টেস্ট সিরিজে ভরাডুবি হলেও টি-টোয়েন্টি নিয়ে আশাবাদী তানজিম সাকিব। বিশেষ করে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি নিয়ে তৃপ্তি ঝরল তার কণ্ঠে, ‘আমরা এখানে অনেকদিন ধরে অনুশীলন করছি। প্রস্তুতির দিক থেকে আমরা ভালো অবস্থানে আছি। সবাই সবার জায়গা থেকে একদম সেরা অবস্থায় আছে বলবো। যার যে শক্তি ও দুর্বলতা সেটা নিয়ে কাজ করেছে।’

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা