কিটের নিবন্ধন না দিয়ে ঔষধ প্রশাসন অন্যায় করেছে: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্যের উদ্ভাবিত জিআর কোভিড-১৯ র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের নিবন্ধন না দিয়ে জনগণ ও দেশের প্রতি ঔষধ প্রশাসন অন্যায় করেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

জাফরুল্লাহ চৌধুরীর বরাত দিয়ে শনিবার গণমাধ্যমকে একথা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

মিন্টু বলেন, জাফরুল্লাহ চৌধুরী আমাকে বলছেন- ঔষধ প্রশাসন গণস্বাস্থ্যের কিটের নিবন্ধন না দিয়ে জনগণের অধিকারের প্রতি অন্যায় ও দেশের প্রতি শত্রুতা করছে। এ ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করে পরবর্তীতে তিনি (জাফরুল্লাহ চৌধুরী) পদক্ষেপ নেবেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা শেষে রিপোর্ট জমা দেয়ার পর কিটটির নিবন্ধন দেয়নি ঔষধ প্রশাসন।