কাল সংসদে উঠবে নির্বাচন কমিশন গঠন আইন

আগামীকাল রবিবার নির্বাচন কমিশন (ইসি) সংক্রান্ত প্রস্তাবিত আইন জাতীয় সংসদের অধিবেশনে উঠবে। চলতি অধিবেশনের তৃতীয় দিনের কার্যতালিকায় ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ অন্তর্ভুক্ত রয়েছে।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টানা ৫ দিন বিরতির পর আগামীকাল রবিবার বেলা ১১টায় সংসদ অধিবেশন বসবে। এই অধিবেশনে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বিলটি উত্থাপন করবেন।

বিলটি সংসদে তোলার জন্য ইতিমধ্যে ওই দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরে বিলটি অধিকতর পরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে।

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিলটি উত্থাপনের পর সংসদীয় কমিটিতে পাঠানো হবে। কমিটির রিপোর্টের ওপর সংসদে আলোচনা শেষে বিলটি পাস হবে। নতুন আইনের আলোকেই পরবর্তী নির্বাচন কমিশন গঠিত হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি এই আইনটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিলটি আনা হচ্ছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ