কাল থেকে বিমানবন্দরে করোনা পরীক্ষা, বসবে ১২টি মেশিন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব বসানোর কাজ চলছে দ্রুতগতিতে। এখানে জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। অবকাঠামো নির্মাণকাজও প্রায় শেষ।

এরই মধ্যে বেশ কয়েকটি মেশিনও চলে এসেছে। সব ঠিক থাকলে আগামীকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) থেকেই এই পিসিআর ল্যাবগুলো থেকে করোনাভাইরাসের নমুনা (কভিড-১৯) পরীক্ষা করিয়ে বিদেশ যেতে পারবেন বিদেশগামী যাত্রীরা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরে ল্যাব স্থাপন কাজ পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে (বিমানবন্দরে) মোট ছয়টি ল্যাবের মাধ্যমে ১২টি মেশিন বসানো হবে।

 

সূত্রঃ কালের কণ্ঠ