কার্তিকের ৮ বলের ঝড়ে উড়ে গেল আট বছরের পুরনো রেকর্ড

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

এই বয়সেও চলতি আইপিএলে স্বপ্নের ছন্দে আছেন দীনেশ কার্তিক। প্রায় সব ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলছেন এই উইকেটকিপার ব্যাটার। আজ রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও তার ব্যত্যয় ঘটেনি। ৬৭ রানে জয় পাওয়ার ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে চেনা আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনি করেন ৮ বলে অপরাজিত ৩০* রান।

কার্তিকের ইনিংসে ছিল ৪টি ছক্কা এবং ১টি চারের মার। ঝোড়ো ব্যাটিংয়ে তিনি দলকে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার পাশাপাশি আইপিএলে নতুন রেকর্ডও গড়ে ফেলেছেন। তার ব্যাটে আজ ভেঙে গেছে সুরেশ রায়নার ৮ বছরের পুরনো রেকর্ড। ইনিংসের শেষ ওভারে হায়দরাবাদের আফগানিস্তানের বোলার ফাজালাক ফারুকির এক ওভারেই নিয়েছেন ২৫ রান।

ভারতীয় ব্যাটারদের মধ্যে আইপিএলে দ্রুততম স্ট্রাইক রেটে ৩০ বা তার বেশি রান করার রেকর্ড এখন দিনেশ কার্তিকের। আজ তার ইনিংসের স্ট্রাইক রেট ছিল ৩৭৫। আগের সেরাটি ছিল রায়নার। এক ম্যাচে ৩৪৮ স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন চেন্নাই সুপার কিংসের সাবেক ব্যাটার। এই তালিকার তৃতীয় স্থানে আছেন ইউসুফ পাঠান। তার স্ট্রাইক রেট ৩২৭.৩।

 

সূত্রঃ কালের কণ্ঠ