কারচুপির অভিযোগে কালাইয়ে পৌর উপনির্বাচন বর্জন করলেন বিএনপি প্রার্থী

জয়পুরহাট প্রতিনিধি: 
অনিয়ম, কারচুপি ও এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে পৌর উপনির্বাচন বর্জন করলেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আনিসুর রহমান তালুকদার।
তিনি আজ শনিবার (১০ অক্টেবার) দুপুর বারোটায় কালাই সিনেমা হল সংলগ্ন বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সন্মেলনে নির্বাচন বর্জনের ঘোষনা দেন।
মেয়র প্রার্থী বলেন, ভোট শুরুর পর থেকেই এজেন্টদের হুমকি দিয়ে ভোট কক্ষ থেকে বের করে দেন। একটি কেন্দ্রের এজেন্টকে মারপিট করে আহত করেছে। ইভিএম পদ্ধতিতে ডিজিটাল কারচুপি এবং সরাসরি ভোটারদের নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে। কোথাও ফিঙ্গার প্রিন্ট নিয়ে নিজেরা ভোট দিচ্ছে এধরনের ভোটে বিরোধীদের জয়ী হবার কোন সুযোগ নাই। তিনি এই নির্বাচন বাতিল করে পুনরায় নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
এদিকে আওয়ামী লীগ প্রার্থী তৌফিকুল ইসলাম বেলাল সব অভিযোগ অস্বীকার করে নির্বাচন সুষ্ঠ হচ্ছে বলে দাবি করেছেন।
এস এম শফিকুল ইসলাম জয়পুরহাট।