মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কাবেরীর পানি নিয়ে দাঙ্গা, বেঙ্গালুরুতে কারফিউ

Paris
সেপ্টেম্বর ১৩, ২০১৬ ৯:৩৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কাবেরী নদীর পানি নিয়ে সৃষ্ট সংঘাতে অচল হয়ে পড়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু। ভারতের প্রযুক্তির রাজধানী বলে পরিচিত শহরটিতে আজ মঙ্গলবার থেকে কারফিউ জারি করা হয়।

 

গতকাল সোমবার কাবেরী নদীর পানি ভাগাভাগি নিয়ে আদালতের একটি রায়ের পরিপ্রেক্ষিতে সংঘাত শুরু হয়। আদালতের রায়ে বলা হয়, কাবেরী নদীর কিছু পানি পাশের তামিলনাড়ু রাজ্যকে দিতে হবে।

 

আজ কারফিউ চলাকালে বেঙ্গালুরুর দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। অন্যতম এক শপিং মলের বাইরে অগ্নিনির্বাপণ বিভাগের গাড়ি দেখা যায়।

 

টেলিভিশনের ভিডিওতে দেখা যায়, শহরের অধিকাংশ স্থানেই দাঙ্গা পুলিশ টহল দিচ্ছে।

 

বেঙ্গালুরুর পুলিশ জানিয়েছে, আগামীকাল বুধবার পর্যন্ত কারফিউ চলবে।

 

এর আগে গতকাল সোমবার দাঙ্গা চলাকালে বেঙ্গালুরুতে পুলিশের গুলিতে একজন নিহত হয়। তামিলনাড়ুর নিবন্ধিত নম্বরপ্লেটের গাড়ি পুড়িয়ে দিচ্ছিল বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতেই গুলি চালায় পুলিশ।

 

আউটসোর্সিং প্রতিষ্ঠানসহ বেঙ্গালুরু শহরে অবস্থিত দেশি-বিদেশি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে।

 

পানি নিয়ে বিরোধ এবং ট্রেড ইউনিয়নের বিক্ষোভের কারণে বেঙ্গালুরুর ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চলতি মাসেই চারদিন বন্ধ ছিল। তবে চলতি সপ্তাহের সংঘাতই সবচেয়ে ভয়াবহ। এমন অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পানি নিয়ে দ্বন্দ্ব শান্তিপূর্ণভাবে সমাধানে কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যকে আহ্বান জানিয়েছেন। এক টুইটবার্তায় নরেন্দ্র মোদি বলেন, গত দুদিনের সংঘাত ও অগ্নিসংযোগের কারণে দরিদ্র মানুষ এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হচ্ছে।

 

এক শতাব্দীর বেশি সময় ধরে কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে কাবেরী নদীর পানি নিয়ে দ্বন্দ্ব চলছে। নদীর পানির অধিকার নিয়ে এর আগেও রাজ্য দুটির বাসিন্দাদের মধ্যে দাঙ্গা হয়েছে।

সূত্র:এনটিভি

সর্বশেষ - আন্তর্জাতিক