কাবা প্রাঙ্গণে নারী মুসল্লিদের জন্য খুতবা অনুবাদ

পবিত্র মসজিদুল হারামের নারী মুসল্লিদের জন্য জুমার খুতবা অনুবাদের কার্যক্রম শুরু হয়েছে। প্রতি শুক্রবার পাঁচ ভাষায় জুমার খুতবার অনুবাদ শোনা যাবে বলে জানিয়েছে মসজিদ পরিচালনা পর্ষদ। ইংরেজি, উর্দু, ফার্সি, তার্কিশ ও উজবেক ভাষায় খুতবার তাৎক্ষণিক অনুবাদ শোনা যাবে।

ভাষা ও অনুবাদ বিভাগের নারী শাখার প্রধান অধ্যাপক দালাল বিনতে আবদুল আজিজ জানান, ‘মসজিদুল হারামের বিভিন্ন স্থানে জুমার খুতবা শুনতে আগ্রহী নারী মুসল্লিদের মধ্যে হেডফোন বিতরণ করা হয়েছে। নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে একসঙ্গে অডিও অনুবাদ সম্প্রচারের কার্যক্রম পরিচালিত হয়।’

মসজিদুল হারাম ও মসজিদে নববির জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইসের সার্বিক নির্দেশনায় মসজিদের সব কার্যক্রমের অনুবাদ ব্যাপকভাবে শুরু হয়। এছাড়া ভাষা ও অনুবাদ বিভাগের উপ-সহকারী ড. দিমাহ বিনতে সালেম অনুবাদ কার্যক্রমের তত্ত্বাবধান করেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ