কাপ্তাইয়ে লকডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাইয়ে লকডাউন এর তৃতীয় দিনে প্রশাসনের প্রচার প্রচারনা এবং ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। বুধবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও নির্বাহী অফিসার মুনতাসির জাহান সাপ্তাহিক হাট বড়ইছড়ি বাজার এবং কাপ্তাই সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় তিনি সরকারি নির্দেশ অমান্য করে সড়কে গাড়ী চলাচল,  অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রাখার অভিযোগে  ৪ টি মামলায় ২০০০ টাকা এবং ৭ টি মামলায় ১৪০০ টাকা জরিমানা আদায় করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন -কাপ্তাই থানার উপ-পরিদর্শক রাকিবুল হাসান এবং উপজেলা নির্বাহী দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম।
অভিযান পরিচালনাকালে ইউএনও মুনতাসির জাহান উপস্থিত  বলেন, মানুষের মুখে মাস্ক তুলতে পেরেছি এটাই প্রশাসনের স্বার্থকতা।
এসময় তিনি জনগণকে সার্বক্ষনিক মাস্ক পড়ে চলাচল এবং অপ্রয়োজনীয় ঘুরাফেরা না করার অনুরোধ জানান।
এদিকে লকডাউন এর তৃতীয় দিনে সাপ্তাহিক হাট বড়ইছড়ি বাজারে প্রচার প্রচারনা চালিয়েছেন কাপ্তাই থানা পুলিশ। ওসি মো. নাসির উদ্দীন এর নেতৃত্বে পুলিশ সদস্যরা এই অভিযানে নেতৃত্ব দেন।
স/জে