কানাডার ক্যালগিরি সিটিতে মাস্ক বাধ্যতামূলক করা হচ্ছে

কানাডার ক্যালগারির সব সরকারি ভবন এবং পাবলিক ট্রানজিটে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে।ক্যালগারির সিটি কাউন্সিল এ ব্যাপারে একটি নতুন আইন করতে যাচ্ছে।

নতুন এ আইনে ক্যালগরির সব ভবন, বাস, ট্রেন, ট্যাক্সি, মল এবং মুদি দোকানসহ নগরীর সব জায়গায় মাস্ক বাধ্যতামূলক করা হবে।

এটি কেবল সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্যই নয়, সব নাগরিকদের মাস্ক পড়তে বাধ্য করতেই এ আইন কনতে যাচ্ছে সরকার।

এ আইনটি আগস্টের ১ তারিখ থেকে কার্যকর হবে।

ক্যালগেরির মেয়র নাহিদ নেনসি বলেন, ক্যালগেরিবাসীদের এখনই মাস্ক পরা উচিত, যদিও মাস্ক নিয়ে নতুন আইনটি কার্যকর হবে আগস্টের ১ তারিখ থেকে।

তিনি আশা করেন, নগরীর বাসিন্দারা স্বেচ্ছায় আগে থেকেই করোনা থেকে বাঁচতে এবং অপরকে বাঁচাতে সব জায়গায় মাস্ক পড়বেন।

উল্লেখ্য, আলবার্টা প্রদেশ জুড়ে কোভিড -১৯ এ নতুন করে ১৪১ জন আক্রান্ত হ্ওয়ার পর মাস্ক পড়ার এ বাধ্যবাধকতা নরকারি নির্দেশনা জারির পরিকল্পনা করা হয়।

আলবার্টা প্রদেশে করোনায় আক্রান্ত ১ হাজার ১৯৩ জনের মধ্যে ৫৮৯ জনই ক্যালগেরির জোনের।

ক্যালগারি ছাড়া্ও কানাডার বিভিন্ন সিটিতে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। একদিকে অর্থনীতি সচল রাখা আর অন্যদিকে স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে উভয়সঙ্কটে পড়েছে বিভিন্ন শহরের নীতিনির্ধারকেরা।প্রতিদিনই নতুন নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা্ ১ লাখ ১২ হাজার ২৪০ জন, মারা গেছে ৮ হাজার ৮৭০ জন এবং সুস্থ হয়েছেন ৯৮ হাজার ১৪২ জন।