কাটাখালীতে আ.লীগের আব্বাস পুঠিয়ায় বিএনপি’র মামুন এগিয়ে

নিজস্ব প্রতিবেদক:

দেশের ২৪ পৌরসভার মধ্যে রাজশাহীর পবা উপজেলার কাটাখালী ও পুঠিয়া উপজেলার সদর পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।

ভোটগ্রহন শেষে ভোট গননা চলছে। সিল্কসিটি নিউজের প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজশাহীর পবা উপজেলার কাটাখালীতে আ.লীগের মেয়র প্রার্থী আব্বাস আলী ও পুঠিয়ায় উপজেলার সদরে মেয়র পদে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে আল মামুন এগিয়ে রয়েছেন।

জানা গেছে, কাটাখালী পৌরসভা নির্বাচনে নৌকা ১৬১৬৫, জগ ৮৫৬ মোবাইল ৭৯  নারিকেল গাছ ৫১ ধানের শীষ ৭০ ভোট পেয়েছেন।

এদিকে, পুঠিয়ায় আওয়ামী লীগ প্রার্থী রবিউল ইসলাম পেয়েছেন ৫১৫৮ ভোট ও বিএনপি প্রার্থী আল মামুন ৫৯২০ ভোট পেয়েছেন। তবে উভয় নির্বাচনের ফলাফল এখনো অনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। 

উল্লেখ্য, আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন। এবারই প্রথম এ দু’টি পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হয়।

সকাল থেকেই ভোট দেওয়ার জন্য কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এর মধ্যে নারী ভোটারদের সংখ্যা বেশি।

রাজশাহীর কাটাখালী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৫ হাজার। সেখানকার ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। রাজশাহীর কাটাখালী পৌরসভা ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ। ফলে গুরুত্ব বিবেচনায় এগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

এ পৌরসভায় মেয়র পদে কাগজে-কলমে চারজন প্রার্থী থাকলেও তিনজন আছেন ভোটের মাঠে। নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী আবু শামা। বিএনপির প্রার্থী সিরাজুল ইসলাম অলিখিতভাবে সরে দাঁড়িয়েছেন জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ও দু’বারের সাবেক মেয়র মাজিদুর রহমানের সমর্থনে।

বিএনপি নেতাকর্মীরা মাজিদুরের জগ প্রতীকে প্রচারণা চালিয়েছেন। তবে শেষ মুহূর্ত পর্যন্ত বর্তমান পৌর মেয়র নৌকার প্রার্থী আব্বাস আলীর প্রচার-প্রচারণাই ছিল বেশি। এছাড়া, সংরক্ষিত ১০ জন নারী প্রার্থী ছাড়াও ৩৯ জন সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন।

এদিকে, রাজশাহীর পুঠিয়া পৌরসভায় মোট ৯টি কেন্দ্রে ১৬ হাজার ৬৩৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সেখানে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে রবিউল ইসলাম রবি, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে আল মামুন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীকে গোলাম আজম নয়ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও পুঠিয়া পৌরসভায় এবার কাউন্সিলর পদে ৩৬ জন এবং নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স/অ