কাঁচা কলা কেন খাবেন?

পেটের সমস্যা হলেই কাঁচা কলা খেতে বলা হয়। পেট ভালো রাখতেও কাঁচা কলার জুরি মেলা ভার। তবে শুধু যে পেটের সমস্যা হলেই কাঁচা কলা খেতে হবে বিষয়টি এমন নয়। কাঁচা কলা শরীরের নানা ধরণের উপকার করে।

কাঁচা কলা খাওয়ার উপকারিতা:

১. নিয়মিত কাঁচকলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা প্রতিদিন কাঁচা কলার ঝোল খেতে পারেন। এতে হৃদযন্ত্রে চাপ কম পড়বে।

২. রক্তে শর্করার মাত্রা কমিয়ে দেয় কাঁচা কলা। ফলে যারা ডায়াবিটিস রোগীদের জন্য দারুণ কাজ করে কাঁচা কলা।

৩. যারা অ্যাসিডিটি, গ্যাস বা পেটের জটিল সমস্যায় ভুগছেন, তারা খাবার তালিকায় কাঁচা কলা রাখতে পারেন। এতে সমস্যা কমবে।

৪.কাঁচা কলা ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। শরীর থেকে দূষিত পদার্থ বার করে দেয়। ফলে বিপাক হার বাড়ে।

৫. কাঁচা কলায় রয়েছে নানা ধরনের ভিটামিন। এগুলো রোগ প্রতিরোধশক্তি বাড়িয়ে দেয়।

 

সূত্রঃ কালের কণ্ঠ