কাঁকনহাট পৌরসভায় কোন জলাবদ্ধতা হবে না: মেয়র

নিজস্ব প্রতিবেদক:


জলাবদ্ধতা নিরসনে কাঁকনহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চলছে মাস্টার ড্রেন তৈরির কাজ। আজ রোববার কাঁকনহাট পৌর মেয়র আব্দুল মজিদ ৮ নম্বর ওয়ার্ডের চলমান ড্রেনের কাজ পরিদর্শন করেন। এসময়ে তিনি বলেন, পৌরবাসীকে সুখে এবং শান্তিতে রাখাই হচ্ছে তার মূল লক্ষ্য। ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিটি ওয়ার্ডে মাস্টার ড্রেন তৈরীর নির্দেশনা দেওয়া। তার নির্দেশনা অনুযায়ী বিগত বছরে চার কিলোমিটার মাস্টার ড্রেন নির্মান করা হয়।


চলতি বছরের পৌর সভার ১, ২, ৩, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে মোট ৭ কিলোমিটার ড্রেইনের কাজ চলছে। এরমধ্যে অন্যান্য ওয়ার্ডে কাজ শেষ হয়েছে বলে জানান মেয়র।

মেয়র আরো বলেন, ২০০২ সালে পৌরসভা প্রতিষ্ঠাকাল থেকে তিনি পৌরবাসীর সেবা করে যাচ্ছেন। কাঁকনহাট পৌর এলাকার সকল শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, গভীর নলকুপের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ, নতুন রাস্তা পাকাকরণ এবং পুরাতন রাস্তার সংস্কার, পৌরসভাকে আলোকিতকরণ, সোলার প্যানেলের মাধ্যমে সার্বক্ষণিক আলোর ব্যবস্থা ও খেলার মাঠের উন্নয়নসহ নানাবিধ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন তিনি।

স/আ