কলেজ ভর্তির আবেদন শুরু ৮ ডিসেম্বর

সিল্কসিটি নিউজ ডেস্ক:

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বছরও শিক্ষার্থীরা শুধু অনলাইনে আবেদন করতে পারবে। আগের মতোই তিন ধাপে আবেদন গ্রহণ ও ফল প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করা হবে। প্রথম ধাপের আবেদন শুরু হবে ৮ ডিসেম্বর, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

আগামী সোমবার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞাপ্তি প্রকাশ হতে পারে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে একাদশে ভর্তি নীতিমালা সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার কালের কণ্ঠকে বলেন, সভায় একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। তিন ধাপে ফল প্রকাশের পরে শিক্ষার্থীরা ভর্তির বাইরে থাকলে আরো এক ধাপ সুযোগ দেওয়া হবে। সারা দেশে প্রায় ২৫ লাখ শূন্য আসন রয়েছে। এ বছর এসএসসি পাস করেছে প্রায় সাড়ে ১৭ লাখ শিক্ষার্থী। ফলে শিক্ষার্থী ভর্তিতে আসন সংকট হবে না। মেধার স্কোর অনুযায়ী শিক্ষার্থীলা কলেজে ভর্তির সুযোগ পাবে।

নীতিমালায় উল্লেখযোগ্য কোন পরিবর্তন নেই জানিয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, আগের মতোই অনলাইনে আবেদনে মাধ্যমে শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০টি কলেজ চয়েস দিতে পারবে। করোনার প্রভাবে অনেকেই বিপর্যয়ে রয়েছে, সে দিক বিবেচনা করে আবেদন ফি ও কলেজের বেতন-ভাতা আগের মতোই রাখা হয়েছে।

জি/আর