রাজশাহী কলেজিয়েট স্কুলে নবীন প্রবীণদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী কলেজিয়েট স্কুলে নবীন-প্রবীণরা মিলন মেলায় মেতে উঠেছে। স্কুল জীবনের প্রিয়া মানুষকে কাছে পাচ্ছে আজকের এই দিনে। অনেকটাই অপেক্ষার দীর্ঘ প্রহর শেষ হলো বলাই চলে। কেউকে কেউকে প্রিয়া বন্ধুকে কাছে পেয়ে অশ্রুসিক্ত চোখে বুকে জড়িয়ে ধরতে দেখা গেছে।  

সবমিলে রাজশাহীর প্রাচীনতম ও উপমহাদেশের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানে মিলন মেলায় পরিণত হয়েছে। ১৯০ বর্ষে পদার্পণ অনুষ্ঠানের দেশের বিভিন্ন প্রান্তে থেকে সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।  

সকালে মিলন মেলার উদ্বোধনের পরে আনান্দ র‌্যালি বের করা হয়।  র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুলে এসে শেষ হয়।

জানা গেছে, দু’দিনব্যাপী অনুষ্ঠানটি তারা চার পর্বে সাজিয়েছেন। ২৫ জানুয়ারি সকালে প্রথম অধিবেশনে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

স্কুলের সাবেক শিক্ষার্থী আলী এহসান মো. তুহিন সিল্কসিটিনিউজকে বলেন, অনেক ভালো লাগছে। পুরো দিনের বন্ধুদের সঙ্গে দেখা হয়ে। এ যেনো পুরো দিনগুলো নতুন করে ফিরে পাওয়া। মনে থাকবে চিরোদিন।

 

 

স/আ