কলার চালানে লুকানো ১০ কোটি ইউরো মূল্যের কোকেন জব্দ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

পর্তুগিজ কর্তৃপক্ষ ইতালীয় পতাকাবাহী একটি কার্গো জাহাজে কলার মধ্যে লুকিয়ে রাখা ৪.২ টন কোকেন জব্দ করেছে। ছবি : প্যাট্রিসিয়া ডি মেলো মোরেরা/এএফপি
পর্তুগিজ কর্তৃপক্ষ বেশ কয়েকটি ইউরোপীয় দেশে পাচারের উদ্দেশ্যে একটি কার্গো জাহাজে কলার মধ্যে লুকিয়ে রাখা ৪.২ টন কোকেন জব্দ করেছে। দেশটির আইন প্রয়োগকারী কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, লিসবন থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সেটুবাল বন্দরে একটি ইতালীয় পতাকাবাহী জাহাজে চড়ে কোকেনগুলো পর্তুগিজ অঞ্চলে প্রবেশ করেছিল। কলম্বিয়া এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতার ফলে পরিচালিত এই অভিযানে চালানটি জব্দ করা হয়। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পর্তুগিজ বিচার বিভাগীয় পুলিশের সমন্বয়কারী ভিটর আনানিয়াস বলেছেন, ‘অত্যন্ত বিশুদ্ধ’ কোকেনের এই চালানের আনুমানিক মূল্য ১০ কোটি ইউরো। এটি ‘এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোকেন জব্দের মধ্যে একটি।’ এর ফলে ‘পাচারকারী অপরাধী গোষ্ঠীগুলোর গুরুতর আর্থিক ক্ষতি হবে।’

ফলের চালানে অবৈধ মাদকের চোরাচালান অস্বাভাবিক নয়। ডোমিনিকান আইন প্রয়োগকারী ১ এপ্রিল নেদারল্যান্ডসে দুই টন কোকেন আটকের খবর দিয়েছে, যা একটি কলার চালানে লুকানো ছিল। সূত্র: কালের কণ্ঠ