শুক্রবার , ১৬ ডিসেম্বর ২০১৬ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে : সাখাওয়াত

Paris
ডিসেম্বর ১৬, ২০১৬ ১১:৫৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান অভিযোগ করেছেন, তাঁর কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এ সময় তিনি নির্বাচনের মাঠকে সন্ত্রাসমুক্ত রাখার দাবি জানান।

 

আজ শুক্রবার সাখাওয়াত ২১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় তিনি এ অভিযোগ করেন।

 

এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে ভোট চান।

 

প্রচারের একপর্যায়ে বিএনপির মেয়র পদপ্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত। নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের ঐক্য গড়ে উঠেছে। পরিস্থিতি এখনো পর্যন্ত শান্ত রয়েছে। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে তা যেন নষ্ট না হয়। সরকারি দলের নেতাকর্মীরা যেন বিএনপি নেতাকর্মীদের হয়রানি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

 

প্রশাসন যাতে নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করে সেই দাবিও জানান বিএনপি প্রার্থী।

 

নগরীতে প্রচারের একপর্যায়ে  জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বলেন, ‘মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে। যার ভোট সেই দেবে এটাই প্রত্যাশা করছে সবাই। এর অন্যথা হলে মানুষ মানবে না। মানুষ নির্বিঘ্নে ও বিনা বাধায় ভোট দিতে চায়।’

 

‘এই নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্রের রুদ্ধ দুয়ার খুলবে। এর আগে এই নির্বাচনের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, সেগুলো ছিল প্রশ্নবিদ্ধ। এবার আমরা আশা করব, নির্বাচন কমিশন বিদায় বেলায় একটি ভালো নির্বাচন উপহার দেবে’, যোগ করেন মনিরুজ্জামান।

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চরম অর্থনৈতিক মন্দা এড়াতে ব্রাসেলসে ইইউ নেতারা

বাঘায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৫ জনকে কুপিয়ে জখম

বাদশা নির্বাচিত না হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে : মেয়র লিটন

আপনার জন্য মৃত্যুকে বরণ করে নেবো: প্যারেডে সেনাদলের হুঙ্কার

অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস মারা গেছেন

প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৫৪০০ কোটি ডলার বরাদ্দের সিদ্ধান্ত ট্রাম্পের

সতর্কবার্তা ইউক্রেনের প্রধানমন্ত্রীর ‘ইউক্রেন হারলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে’

৩৯২ দিন, ১০৫৮ মিনিট পর সুয়ারেজ!

ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে ব্যাকআপ দিচ্ছে সামিট কমিউনিকেশনস

বাংলাদেশের গণমাধ্যমে ‘সেলফ সেন্সরশিপের’ অভিযোগ