কর্নাটকে টেম্পো-লরি মুখোমুখি সংঘর্ষে নিহত ১১

ভারতের কর্নাটকের ধারওয়ারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালের এ ঘটনায় নিহতদের মধ্যে ১০ জনই নারী।

দুর্ঘটনায় গাড়ি চালকেরও প্রাণহানি ঘটেছে। পুলিশ বলছে, একটি টেম্পোতে ধারওয়ার হয়ে গোয়া যাচ্ছিলেন দাবাঙ্গেরের নারীদের একটি ক্লাবের সদস্যরা।

গোয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তারা। কিন্তু তার আগেই ধারওয়ারের কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে টেম্পোর।

এতে ঘটনাস্থলেই মারা গেছে ১০ জন। গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন। সামান্য আঘাত লেগেছে দু’জনের।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হুবলির সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

স্থানীয়রা বলছেন, ৩২ কিলোমিটার হুবলি-ধারওয়ার বাইপাসটি এক লেনের। কোনো কোনো জায়গায় লেন একেবারে সরু।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ কারণে এর আগেও দুর্ঘটনা ঘটেছে। তারা রাস্তা চওড়া করার দাবিও তুলেছেন।

সূত্র: এএনআই